Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

নতুন পাসপোর্ট প্রাপ্তি ও ইস্যুকৃত পাসপোর্টের নবায়ন/সংযোজন সর্ম্পকিত সিটিজেন চার্টা:

 

আবেদনের প্রকৃতি

করণীয়

ফিসেরশ্রেণী

MRP

সময়সীমা

নতুন/১২বছর উর্ত্তীণ পাসপোর্টের জন্য

মেশিন রিডেবল পাসপোর্টের জন্য:

০২(দুই) কপি আবেদনপত্র জমা দিতে হবে| 

জরুরী

৬০০০/-

পুলিশ প্রতিবেদন অনুকূলে প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

৩০০০/-

পুলিশ প্রতিবেদন অনুকূলে প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

দশ বছর উত্তীর্ণ পাসপোর্টের জন্য

এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে|

জরুরী

৬০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

হারানো পাসপোর্টের বিপরীতে পাসপোর্ট প্রাপ্তির জন্য

জিডির কপিসহ ফিস জমা দিয়ে এক প্রস্থ আবেদন জমা দিতে হবে

জরুরী

৬০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

পাসপোর্টের পাতা নেই/ পাতা নষ্ট হবার কারণে পাসপোর্টের জন্য

ফিস জমা দিয়ে এক প্রস্থ আবেদন জমা দিতে হবে

জরুরী

৬০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, কর্পোরেশনের কর্মকর্তা/ কর্মচারী এবং তাঁদের স্ত্রী ও ১৫ বছর বয়সের নীচের সন্তানদের পাসপোর্টের জন্য

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/ দপ্তর প্রধানের নিকট হতে নির্ধারিত ফরমে এনওসি (NOC Form www.dip.gov.bd এ/ অফিসে পাওয়া যাবে) সহ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে|

জরুরী

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, কর্পোরেশনের কর্মকর্তা/ কর্মচারী এবং তাঁদের স্ত্রী ও ১৫ বছর বয়সের অধিক সন্তানদে রপাসপোর্টের জন্য

০২(দুই) প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে|

জরুরী

৬০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

 

সাধারণ

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে|

পেনশন অর্ডার/পেনশন বহির ফটোকপি(সত্যায়িত) সংযুক্ত করতেহবে|

জরুরী

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে


সেনা/নৌ/বিমানবাহিনীর কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে|

আর্মি গোয়েন্দা সংস্থার সুপারিশ/ছাড়পত্র থাকতে হবে|

জরুরী

৩০০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭ কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

নবায়ন

নবায়নের জন্য নির্ধারিত আবেদন ফরম জমা দিতে হবে।

জরুরী

প্রতি বছর ৫০০/- টাকা হারে

আবেদনপত্র জমা হওয়ার ৩(তিন)কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

প্রতি বছর ৩০০/- টাকা হারে

আবেদনপত্র জমা হওয়ার ৭(সাত)  কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে|

সংযোজন

(প্রমানপত্রসহ)

সংযোজনের জন্য নির্ধারিত আবেদন ফরম জমা দিতে হবে।

জরুরী

৫০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৩(তিন)কর্মদিবসের  মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে

সাধারণ

৩০০/-

আবেদনপত্র জমা হওয়ার ৭(সাত)  কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে|

 

বিশেষ দ্রষ্টব্য –

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশক্রমে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদন পাওয়া না গেলেও জরুরী পাসপোর্ট ৭ কর্মদিবস ও সাধারন পাসপোর্ট ১৫ কর্মদিবস পর প্রিন্টের জন্য ঢাকায় প্রেরন করা হয়। পরবর্তীতে পুলিশ প্রতিবেদন বিপক্ষে আসলে পাসপোর্ট বাতিলসহ আ্ইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।